লাভ স্টোরি রোমান্টিক ভালবাসার গল্প

 

লাভ স্টোরি রোমান্টিক ভালবাসার গল্প  টি এখানে দেয়া হলো । আশাকরি পড়ে অনেক ভালো লাগবে । যদি ভালো লাগে আমাদের জানাবেন । আমরা আরো নতুন নতুন লাভ স্টোরি আপনাদের কাছে নিয়ে আসবো।

হঠাৎ একদিন রাত এগারটায়
ল্যান্ডফোনটা বেজে উঠলো,
হ্যালো কে বলছেন ? ওপার থেকে
অসম্ভব মিষ্টি একটা কণ্ঠ ভেসে এলো
যেন স্বর্গের অপ্সরাকথা বলছে । খুব
হক চকিয়ে গেলাম আবার পুলকিতও হলাম ভয়ানক ভাবে ।
বিনা মেঘেবজ্রপাতের মতো এমন অচেনা করো কার না ভাল লাগে ।
খুব স্পষ্ট করে আমাকে
এ চাইলো যেন কত কালের

চেনা জানা । তার পরিচয় জিজ্ঞেস
করলাম,বিস্তারিত কিছু বললো না
আশ্চর্য হবার শুরু সেদিন থেকেই ।

এরপর থেকে প্রত্যেক রাতে ঠিক
এগারটায় কলটা আসতো । মন্ত্রমুগ্ধের
মতো নেশাগ্রস্তের মতো কথা
বলতামভোর রাত পর্যন্ত । হয়তো
একেই বলে প্রেম, মরুময়ব্যাচেলর
জীবনের প্রথম প্রেম । দিন দিন অবস্থা
আরো ভয়াবহ হলো, বিকেল থেকে ওর
কলের জন্য অপেক্ষা করতাম । ওর
কল না আসা পর্যন্ত হাশপাশ করতে
থাকতাম,এভাবে চলল পুরো এক মাস।
মানুষ তো চেহারা দেখে প্রেমে পড়ে,
আর আমি পরলাম…


কখনো ওর ফোন নাম্বার জানতে। >>চাইনি,ঠিকানা তো অনেক পরের
ব্যাপার । দিন যেন যাচ্ছে ঝড়ের
গতিতে, একিচরম এক মনোমুগ্ধতা
ঘোরের মধ্যে কাটছে দিন রাত, সারাদিন শুধু ওর ই চিন্তা । কতদিন যে ওর সাথে দেখা করতে চেয়েছি, ও এড়িয়ে গেছে, বলেছে পরে, সময় হলে । আমি ও অপেক্ষা করছি,শুধু এক সুন্দর ভবিষ্যতের আশা । আর মনে মনে বুনে চলেছি স্বপ্নের এক কারুকাজ । এভাবে স্বপ্নের ঘোরে আরোতিন মাস পেরিয়ে গেলো চোখের পলকে । কল্পনা করতাম কত শত কিছু, হয়তো ও ওর কণ্ঠের মতোই সুন্দর । দিনটা স্পষ্ট ভাবে মনে আছে, ১৩ এ আগস্ট । সেদিন রাতে কোন ফোন কল এলো না । সারা রাত ছটফট করলাম ঘুম এলো না । এভাবে ছটফট করতে করতে সকালে কখন যে ঘুমিয়ে গেলাম মনে ই নেই । নাওয়া খাওয়াভুলে গেছি চোখ সারাদিন পরে থাকে ফোনের দিকে । সেদিন ও কোন ফোন এলো না । পাগলের মতো হয়ে গেলাম যেনো । আজ ৮ দিন হয়ে গেছে একবারো ও ফোন করেনি । আমার মাথা ঠিক মতো কাজ করছে না । চোখের নীচে কালি পড়ে গেছে, মাথার চুল উস্‌কো খুসকো হয়ে গেছে । গোসল নাওয়া খাওয়া নাই কিছুই মনে নাই, কখন যে কি করি কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলাম । অনেক চেষ্টা করলাম,ওর কোন হদিস ই বের করতে পারলাম না । আজ ১৩ দিন হয়ে গেছে একবারো ও ফোন করেনি । আমি শয্যাগত, স্যালাইন দেয়া হয়েছে, সারাদিন শুধু বিড়বিড় করি আর ওর নাম বলি । দুই জগতের সন্ধিক্ষণে এখন আমি । কিন্তু ফোন আর এলো না!

Comments

Post a Comment