ফুলপুর থানা পুলিশের হাতে দ্রুত গ্রেফতার অটো চোর-১
নিজস্ব প্রতিবেদক:-
ময়মনসিংহের ফুলপুরে থানা পুলিশের প্রচেষ্টায় অটো চুরির ঘটনায় দ্রুত সময়ে চুরি যাওয়া অটো উদ্ধার একজন আসামী গ্রেফতার করেতে সক্ষম হয়েছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে ফুলপুর থানার ,এফআইআর নং-৮, তারিখ- ০৬ জুলাই, ২০২৩; ধারা- ৩৭৯ পেনাল কোড।ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, মাছুম আহম্মদ ভুঞা পিপিএম স্যারের দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার জনাব দীপক চন্দ্র মজুমদার ফুলপুর সার্কেল স্যারের তত্ত্বাবধায়নে, ফুলপুর থানার পুলিশ কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন অফিসার ইনচার্জ স্যারের সার্বিক দিক নির্দেশনায় ও একান্তিক সহযোগিতায় ফুলপুর থানার মামলা নং ৮ তারিখ ৬/০৭/২৩ ধারা-৩৭৯ পেনাল কোডের তদন্ত কর্মকতা এস আই মোফাখখির উদ্দিন, সঙ্গীয় এএসআই ফরহাদ আল মামুন কং আল কাইছার
সূত্রে উল্লেখিত মামলার তদন্তকালে ঘটনাস্থল সহ আশপাশ এলাকার লোকজনদের জিজ্ঞসাবাদ ও বাজারের বিভিন্ন দোকানে স্থাপিত সিসি ফুটেজ পর্যালোচনা করিয়া উক্ত অটো চুরি করিয়া নিয়ে যাওয়ার মোঃ হাসান মিয়া (২১), পিতা-মোঃ আরশাদ আলী,মাতা-আকলিমা বেগম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- চর কাজিয়াকান্দা,উপজেলা/থানা- ফুলপুর, জেলা –ময়মনসিংহকে সন্দেহজনক ভাবে ০৭/০৭/২০২৩ ইং তারিখ রাত ১টা ৩০ মিনিটের সময় তাহার নিজ বাড়ী হইতে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে জানায় সে গাড়ীটি চুরি করিয়া আমুয়াকান্দা নতুন গরুরহাটীস্থ সুবেদ আলীর গ্যারেজে রাখিয়াছে । তদন্ত কর্মকর্তা সঙ্গীয় ফোর্সসহ বাদী ও কতক সাক্ষী নিয়ে আমুয়াকান্দা নতুন গরুরহাটীস্থ সুবেদ আলীর গ্যারেজে উপস্থিত হয়ে গ্যারেজটি তালাবদ্ধ অবস্থায় পাইয়া সাক্ষীদের উপস্থিতিতে গ্যারেজের ভিতরে অত্র মামলায় চুরি যাওয়া গাড়ীটি বাদীর সনাক্ত মতে উদ্ধার পূর্বক জব্দ করে। সহযোগী আসামীদের সনাক্তের লক্ষ্যে উক্ত আসামী হাসানকে ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে। মামলা বিবরনে জানা যায় অত্র মামলার বাদী এই মর্মে অভিযোগ করেন যে, বাদী মোজাম্মেল হক (৩৫) পিতা মোঃ নবী হোসেন সাং চর পয়ারী, থানাঃ ফুলপুর, জেলা: ময়মনসিংহ, তাহার একটি ৪ ব্যাটারি চালিত মিশুক অটো গাড়ি আছে যাহা তাহার প্রতিবেশী মো: শামীম (চালক) (২০) পিতা মো: হবি মিয়া সাং চর পয়ারী, থানাঃ ফুলপুর, জেলা: ময়মনসিংহ উক্ত অটো ইং ০৫/০৭/২০২৩ তাং রাত্রী অনুমান ০৯.৩০ ঘটিকার সময় চালক মোঃ শামীম বাদীর অটো গাড়িটি আমুয়াকান্দা বাজারের আলু মহালের সামনের রাস্তার পাশে রাখিয়া বাজারে কেনাকাটা করিতে গেলে উক্ত তাং রাত্রী অনুমান ১০টা ৩০ মিনিটের সময় অটো গাড়ীটি চুরি হয়।
Comments
Post a Comment